আমিরাবাদের জয়ে হাসলেন নাজমুল মোস্তফা আমিন

কামরুল ইসলাম:

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন কাপ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় কলাউজান ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমিরাবাদ ইউনিয়ন ক্রিকেট একাদশ।

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে উপজেলার ড.কর্ণেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের অহংকার লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক পচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল মোস্তফা আমিন
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে খেলায় লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, আমিন,উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী,লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি, পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী,
লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস সালাম, বটতলী শহর জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক ডাঃ জালাল আহমদ,উপজেলা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহমদ কবির কোম্পানী,
ব্যবসায়ী সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীসহ উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খেলায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, যুবক ভাইদের কে ক্রীড়া মুখী করার জন্য আরও বেশী সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে।
খেলাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
আগামী বিশ্ব অত্যন্ত প্রতিযোগীতার বিশ্ব।এ বিশ্বে লেখা পড়া ছাড়া ঠিকে খুব কঠিন হয়ে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *