জনগণ চায় না স্বৈরাচার আওয়ামী লীগ দেশে ফিরে আসুক : মাহাবুব উদ্দিন খোকন

এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):

 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেন, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন তারা আওয়ামী স্বৈরাচারের পুনরুত্থান চাচ্ছেন। জনগণ চায় না স্বৈরাচার আওয়ামী লীগ ফিরে আসুক বাংলাদেশে। আওয়ামী লীগ যে গণহত্যা করেছে তার দ্রুত বিচার করুন। সংস্কার দেরি করছেন, গণহত্যার বিচারও দেরি করছেন, আপনাদের উদ্দেশ্যটা কি।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে ছয়গুরিয়ায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আয়োজিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির সঞ্চালনায় সমাবেশে এসব কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপির নেতাকর্মীরা এখনো মাঠে একত্রিত আছে, আমরা তৈরি আছি নির্বাচন নিয়ে যদি ষড়যন্ত্র করেন আমরা তা প্রতিহত করবো। আওয়ামী লীগের পক্ষে দালালী করলে চলবে না, কোন দালালকে ছাড় দেয়া হবে না। ১৫ বছরে বিএনপি’র ৬০ লক্ষ নেতাকর্মী মামলার আসামি হয়েছে, হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে।

বর্তমান সরকারের উদ্দেশ্য করে খোকন বলেন, সরকারের ভিতরেও এক ধরনের আওয়ামী লীগের ভূত রয়েছে। একজন বলেও ফেলছেন আওয়ামী লীগ যদি ভোট করতে চায় তাহলে ভালো আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারবে। এসব কথা চলবে না, আওয়ামী লীগের পক্ষে দালালি চলবে না, জনগণ তা মেনে নিবে না।

সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক বিশেষ অতিথি হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার রিজভিউ উল আহসান মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক জনাব আতিকুল আলম শাওন, উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল খান, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন। সমাবেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *