সিনেমার বাইরে ফটশ্যুট, বিজ্ঞাপন ও পণ্যের প্রচারে বেশি ব্যস্ত মিম

স্বাধীন বিনোদন ডেস্ক :

 

ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। বর্তমান সময়ে সিনেমার বাইরে তিনি বেশি ব্যস্ত ফটশ্যুট, বিজ্ঞাপন ও পণ্যের প্রচারের কাজে।

এ মুহুর্তে কোনো সিনেমার কাজ তিনি করছেন না। আগামী ঈদ-উল-ফিতরের কাজ নিয়ে এরইমধ্যে তারকা শিল্পীদের ব্যস্ততা দেখা গেলেও, এ ক্ষেত্রে এবার একটু আলাদা মিম।

জানা গেছে, ঈদে আসছে না তার অভিনীত কোনো সিনেমা বা ওটিটি কনটেন্ট। মিম বলেন, ‘ঈদে আমি দেশেই থাকব না। ঈদের দুই দিন আগেই দেশ ত্যাগ করব। কাতারে একটি শো আছে, সেখানে অংশ নেব। শো শেষে দেশে ফিরেই পরিবার নিয়ে ব্যংককে চলে যাব। অবকাশ যাপনে সেখানে কিছুদিন থাকব। এখন পর্যন্ত ঈদ নিয়ে আমার পরিকল্পনা এতটুকুই। হয়তো আরও কিছু যুক্ত হতে পারে।’

এদিকে এবারের ভালোবাসা দিবসে স্বামী সনি পোদ্দারকে নিয়ে মালদ্বীপ ছিলেন মিম। সেখানে তাদের আনন্দঘন মুহূর্তের কিছু স্থিরচিত্রও সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন এ অভিনেত্রী। অনেকেই বলছেন ভালবাসা দিবস উদযাপন করতেই সেখানে গিয়েছিলেন তিনি। তবে মিম বলেন, ‘ভালোবাসা দিবস উদযাপন করতে নয়, সেখানে একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনে অংশ নিতে গিয়েছিলাম। ওরা সিলেক্টেড পাঁচ দম্পতিকে নিয়ে একটি ট্যুরের আয়োজন করেছিল। সেখানে আমাকেও গেস্ট করা হয়েছে।’

চলতি বছরে মিম অভিনীত একাধিক সিনেমার শুটিং শুরুর কথা থাকলেও সেগুলোর কাজ এখনও শুরু হয়নি। এ বিষয় মিম বলেন, ‘দুটি সিনেমার শুটিং শুরু হবার কথা ছিল, তবে নির্মাতারা পরে জানালেন, হঠাৎ প্রযোজক পিছিয়েছেন। এ মুহুর্তে লগ্নি করতে চাচ্ছেন না। এখন নতুন প্রযোজকের সন্ধানে আছেন তারা। জানিনা কবে শুরু হবে, এখন অপেক্ষায় আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *