নিজাম উদ্দিন:
এই প্রথম উৎসব মুখর পরিবেশে নোয়াখালী সোনাইমুড়ী সাব – রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সফল ভাবে সম্পন্ন।
২৫ শে ফেব্রুয়ারি রোজ সোমবার সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রি অফিসে সকাল ৯টা হইতে দুপুর ২টা পর্যন্ত দলিল লেখক সমিতির নির্বাচনে ৯ টি পদের জন্য ২৩ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, ৭২ জন ভোটারের মধ্যে ৭০ জন ভোটার ভোট দেন, এতে সভাপতি পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন মাকসুদ আলম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী ভূঁইয়া ২৬ ভোট পান, সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে সোহরাব হোসেন নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই ২৫ ভোট পান, এছাড়াও সহ- সভাপতি পদে জামাল উদ্দিন ভূঁইয়া ৩৮, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আলম ৪৩, কোষাধক্ষ্য পদে শাহজাহান ২৫, সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ করিম ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সদস্য পদে আনোয়ার হোসেন ৫১, দেলোয়ার হোসেন ৫১, মোঃ মাকসুদুর রহমান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন মোঃ আবু দায়োদ, মোঃ আজিজুল হক, মোঃ শাহ আলম, মোঃ ফজলে রাব্বি সাইফ। নির্বাচন কে ঘিরে শৃঙ্খলা রক্ষায় সোনাইমুড়ী থানা পুলিশ, সেনাবাহিনী এবং এন আই সি, C I D সদস্যরা কর্মরত ছিলেন ।