উপদষ্টোর পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না: নাছির

স্বাধীন সংবাদ ডেস্ক: 

 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদষ্টোর পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, আসিফ মাহমুদ (উপদষ্টো) এবং মাহফুজ আলম ডিফ্যাক্টো নতুন দলের নেতা।নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের হয়েই করবেন। বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব। সরকারকে নিরপেক্ষ করতে হলে সব ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। সরকারের সঙ্গে বিশেষ সখ্য পরিহার করতে হবে।

মঙ্গলবার বিকালে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক বর্তমানে চীন সফরে আছেন। সেখান থেকে এক ফেসবুক স্ট্যাটাসে নাছির বলেন, ‘নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথচলায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে, তারা দেশের স্বাধীনতা, সার্বভেৌমত্বের প্রশ্নে আপসহীন এবং গণতানি্ত্রক মূল্যবোধের ওপর অটল থাকবে।’

তিনি আরও বলেন, ‘নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলোর অপতত্পরতা এবং গোপন তত্পরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেন, ‘নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যবহিত পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনাটি সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে, নাহিদ ইসলাম সরকারে থেকেও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। দল গঠন প্রক্রিয়ার কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসাবে দায়িত্ব নেবেন, এমন যুক্তি অবিশ্বাস্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *