নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ ডাকাত গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্ত: জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

পুলিশ সুপার জানান, গত ২২ ফেব্রুয়ারী রাতে পত্নীতলা উপজেলার মানাসী নামক স্থানে সড়কের উপড় গাছ ফেলে বিআরটিসি’র একটি বাসসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি চালায় দুষ্কৃতিকারীরা। এরপর অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত রবিবার দিবাড়ত রাতে জয়পুরহাট থেকে ২জন, গাইবান্ধা থেকে ৩ জন এবং বগুড়া থেকে ১জনসহ মোট ৬জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়। একইসাথে লুন্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতির সময় ব্যবহৃত কয়েকটি দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নওগাঁ ও পাবনায় বিআরটিসির বাস ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *