বগুড়ায় প্রবাসীর স্ত্রী প্রতারণার শিকার, টাকা নিয়ে লাপাত্তা মঞ্জুর রহমান ওরফে প্রতারক বাবু

আব্দুর রহিম জয়:

বগুড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন মোছাঃ তানজুমান আক্তার নামের এক প্রবাসীর স্ত্রী। শুধু তাই নয়, তাকে বিভিন্ন ভাবে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে বগুড়া সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর আমলী আদালতে মামলা দায়ের করেছে। এদিকে টাকা নিয়ে লাপাত্তা হয়েছে মঞ্জুর রহমান এলাকায় পরিচিত প্রতারক বাবু।

মামলার বিবরণ ও ভুক্তভোগী তানজুমান জানান, তার স্বামী মোঃ আক্তার নোমান মোর্ত্তজা জীবিকার তাগিদে বর্তমানে আমেরিকায় বসবাস করছে। তিনি ও তার পরিবার নিয়ে বগুড়া শহরের বউ বাজার এলাকায় বসবাস করা অবস্থায় বগুড়া উপশহর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ মঞ্জুর রহমান ওরফে প্রতারক বাবু ও নাটাইপাড়া এলাকার মোছা লতা পারভীনের সাথে পরিচয় ঘটে। ওই বাড়িতে যাতয়াত করার সুবাদে তানজুমানের কাছ থেকে ৮লক্ষ ৫০ হাজার টাকা কর্জ চাইলে বাদি রাজি হয় এবং ৪ মাসের মধ্যে পরিশোধ করবে মর্মে টাকা নেয়। পরবর্তিতে সময়মত টাকা না দিলে গত ১৮-৭-২০২৩ ইং তারিখে পুনরায় তার কর্জকৃত টাকা ফেরত চাইলে তালবাহানা করে এবং দিতে অস্বীকার করে।

মামলার বাদি তানজুমান আক্তার জানান, আসামীরা আমার ও পরিবারের সাথে প্রতারণা করার জন্য টাকা নিয়ে আত্মসাত করেছে। আমি অনেকবার চেষ্টা করেছি টাকা ফেরতের জন্য, কিন্তু সে বারবার আমার সাথে কৌশলে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমার টাকা ও সঠিক বিচারের আশায় মহামান্য আদালতে মামলা দায়ের করেছি। এ ব্যাপারে মামলার আসামী বাবু ও লতার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে না পাওয়ায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *