মোঃ জাহাঙ্গীর আলম :
আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হয় দিবসটি।
এই দিনটির শুরু ১৮৫৭ সালের ৮ মার্চ। সে সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। আন্দোলন করার অপরাধে সেসময় গ্রেফতার হন বহু নারী। কারাগারে নির্যাতিত হন অনেকেই। তিন বছর পরে ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ‘নারীশ্রমিক ইউনিয়ন’। ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারীশ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার। ১৯১০ সালের এই দিনে ডেনমাকের্র কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
নারী দিবস উদযাপন উপলক্ষে আজ ৮(মার্চ) দুপুর ১২ ঘটিকায় মানিকগঞ্জের ঘিওরে সভা সেমিনারে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন এর অনুপস্থিতে সভাপতির দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ভূমি নুরজাহান আক্তার বলেন সাথী।এসময় উপসস্হিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে নাজনীন আরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পর্বতীপাল, উপজেলার থানার সেকেন্ড অফিসার নরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্হার তিনমুল অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, পাশা এনজিও প্রোগ্রাম ম্যানেজার মোঃ হারুনোর রশিদসহ সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ এসময়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরজাহান আক্তার বলেন সাথী বলেন, নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে নারীদের সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এটাই হোক নারীদের অঙ্গীকার।