ছাতকে ব্যবসায়ী সমিতির অভিষেক ও ইফতার মাহফিল

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার ::

ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান,দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। শুক্রবার শহরের কিবরিয়া কমপ্লেক্সে ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফসার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.সাইদুল আলম মধু”র পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মো.আবু নাছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ,প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো.সামছু মিয়া, ছাতক লাইম ষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সাধারণ সম্পাদক আবুল হাসান,ছাতক বালু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার।
বক্তব্য রাখেন ব্যবসায়ী ছালিক চৌধুরী রুকন,সাদিক মিয়া তালুকদার, আলা উদ্দিন,সামছু মিয়া,শরীফ হোসেন সুরুজ,আবুল কালাম চৌধুরী,মতিউর রহমান,জহির উদ্দিন দিনান প্রমুখ ।
ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের নব গঠিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিলে ব্যবসায়ী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ,শহরের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সর্বস্তরের ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *