চরবাগডাঙ্গার আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ মাহমুদুল হাসানঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চিহ্নিত মাদক সম্রাট ইয়াবা টিপুর ইশারায় র‌্যাব-পুলিশের সোর্স আব্দুল হাকিম পিন্টুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারসহ এলাকার মানুষজন।

৯ মার্চ রবিবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিহত আব্দুল হাকিম পিন্টুর পরিবার ও চরবাগডাঙ্গা এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন এই অভিযোগ করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন,নিহত আব্দুল হাকিম পিন্টুর বাবা হুমায়ন কবির,বোন জান্নাতুল,রবিউল ইসলাম,হুমায়ন,রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তাগণ বলেন,জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী শহীদ রানা টিপুর ইশারায় আজিজুল দালাল,মোবারক হোসেন গুধা,শাহরুল কালু,মোশারফ মুসা,তাবারক ঝিনুকসহ মাদক কারবারীরা চরবাগডাঙ্গায় র‌্যাব-পুলিশের সোর্স আব্দুল হাকিম পিন্টুকে হত্যা করেছে। মৃত্যুর আগে পিন্টু হত্যাকারীদের নাম বলে গেলেও মাদক সিন্ডিকেটের সদস্যরা মামলা থেকে নিজেদের বাঁচাতে নিহত পিন্টুর স্ত্রীকে অর্থের প্রলোভানে তাদের কব্জায় নিয়ে নিরীহ গ্রামবাসীকে জড়িয়ে পাল্টা মামলা করার পায়তারা শুরু করেছে। বক্তাগণ অবিলম্বে ইয়াবা সম্রাট টিপুসহ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য,চরবাগাডাঙ্গার বাসিন্দা আব্দুল হাকিম পিন্টুকে গত ১২ জানুয়ারি কুপিয়ে আহত করা হয়। ১০দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৪ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে সৃষ্টি গ্রাম্য রাজনীতি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *