নিষ্ঠাবান ও ত্যাগি এবং পরিশ্রমি সংগঠক শ্যামল দেব সবুজের মমতানময়ী মা – সন্ধ্যা রাণী দেব আর নেই

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:

যখন পড়বেনামোর পায়ে চিহ্ন এ বাটে,আমাদের প্রিয় ব্যাক্তিত্ব, নিষ্ঠাবান ত্যাগি পরিশ্রমি বিচক্ষণ,সংগঠক, শ্যামল দেব (সবুজ) মমতা ময়ি মা সন্ধ্যা রাণী দেব গত মঙ্গলবার ৪মার্চ রাত ২টার সময় সবাইকে কাঁদিযে নিজ বাড়ীতে পরলোকগমন করেন।

তিনি সাবেক প্রধান শিক্ষক মিহির কান্তি দেবের সহধর্মিণী ছিলেন।

মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বৎসর। সন্ধ্যা রাণী দেব দীর্ঘ দিন জটিল মরন ব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে , পুত্রবঁধু,নীতি নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। আগামী ১৯ মার্চ নিজ বাড়ীতে তিল উৎসর্গের মাধ্যমে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *