চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম ১০ মার্চ ২০২৫ — আজ তা’মিরুল হায়াত আল- ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ইমরান উদ্দিন সুমন। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মিরুল হায়াত আল- ইসলামিয়া মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মোঃ ফারুক আহম্মেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক এবাদুল হোসেন। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা ইমরান উদ্দিন সুমনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে কোরআন শরীফের গুরুত্ব তুলে ধরেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামাহ্ আবু সাঈদ দিদারের হাতে কোরআন শরীফ তুলে দিয়ে ইমরান উদ্দিন সুমন বলেন, “শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণের মাধ্যমে আমি নিজেকে ধন্য মনে করছি। কোরআন শরীফ শুধু ধর্মীয় গ্রন্থই নয়, এটি মানবতার মুক্তির পথও নির্দেশ করে।”
তা’মিরুল হায়াত আল- ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে বলেন, “ইমরান উদ্দিন সুমন ভাইয়ের এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে সহায়ক হবে।” এ সময় উপস্থিত সকলেই তার মানবিক ও সমাজসেবামূলক কাজের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
এই উদ্যোগের মাধ্যমে ইমরান উদ্দিন সুমন সমাজে ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান রাখার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে সকলের প্রত্যাশা।