নয় মামলার আসামি তিন ডাকাত সদস্য অস্ত্রসহ গ্রেফতার

সুমন খান:
রাজধানীর মিরপুর পল্লবী থানার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালের সময় । গোপন সংবাদ ভিত্তিতে নয়  মামলার আসামিসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন! সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ, গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইসমাইল হোসেন বিজয় (২৫), মেহেদী হাসান (২৪) ও ইব্রাহিম তালুকদার মিশুক (৩০)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
গতকাল রবিবার (৯ মার্চ ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ৬:০৫ ঘটিকায় পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশন আলীনগরস্থ নলেজিয়াম স্কুলের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, রবিবার ভোরে পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশন আলীনগরস্থ নলেজিয়াম স্কুলের সামনে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
রেকর্ডপত্র পর্যালোচলনায় জানা যায় গ্রেফতারকৃত ইসমাইল হোসেন বিজয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা ও মেহেদী হাসানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *