আওয়ামী দোসর মেম্বার মঞ্জুর দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা, রয়েছেন ধরা ছোয়ার বাহিরে

স্টাফ রিপোর্টার:

গত ৫ ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে গেলেও পালায়নি আওয়ামীলীগের দোসর মেম্বার মঞ্জু। হরি বাড়ি মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মঞ্জু, বর্তমানে তিনি মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা যায়, তার নিজ বালির ড্রেজার ও কয়েল ফ্যাক্টরিতে শিশু শ্রমিক দিয়ে কাজ করাচ্ছেন। বর্তমানে এই মঞ্জু করছেন ভূমিদস্যুতা। শালিস বৈঠকের নামে চালাচ্ছে ঘুষ বানিজ্য।

এই মঞ্জু মেম্বার এক সময় নারায়ণগঞ্জ এর ত্রাস ওসমান পরিবারের ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমানের ঘনিষ্ঠ ব্যাক্তি ছিলেন। ওসমান পরিবার ও সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমানের নাম ভাঙিয়ে চাঁদাবাচি, নদীর বালি অবৈধভাবে চুরি, বিভিন্ন শালিস বৈঠকের নামে ঘুষ নেওয়া ও বিভিন্ন জমি—জমা দখল করা ও আবাদি জমি থেকে মাটি কেটে বিক্রি করা ছিল নিত্য দিনের কাজ । এছাড়াও নিজ এলাকার আবাসিক স্থলে অবৈধ ভাবে একটি কয়েল ফ্যাক্টরি স্থাপন করেছেন। করেছেন আরো নানান অপকর্ম।

২০২২ ইং ইউনিয়ন পরিষদ নির্বাচন কালীন ওসমান পরিবার ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমানের ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে ভোট চুরি করে মেম্বার নির্বাচিত হন। জানা যায়, আওয়ামী সরকার আমলেই তার ইউনিয়ন পরিষধের পাশ্বেই গড়ে উঠেছে মাদকের আখরা যার থেকেও মোটা অংকের চাঁদা আদায় করেন এই মেম্বার মঞ্জু যা এখনো রয়েছে বহাল।

বর্তমানে মঞ্জু বাচার জন্য বলে বেড়াচ্ছেন যে তিনি বিএনপি করতেন বলে আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন মামলা খেয়েছেন । কিন্তু সূত্রে জানা যায় তিনি আওমীলীগ আমলে এক প্রতিদ্বন্দ্বীর সাথে ২০২২ সালের ইউনিয়ন পরিষধ নির্বাচন কালীন এক দন্ধের সাথে জরিত হওয়ায় প্রতিপক্ষের পক্ষ থেকে একটি মামলা খায়। বর্তমানে ভোল পাল্টিয়ে বিএনপি নেতা বলে করে বেড়াচ্ছেন নানানর অপকর্ম, বহাল রেখেছেন আগের সকল দুর্নীতি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন আওয়ামীলীগ আমলেও বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছি এই আওমামীলীগ দোসরদের হাতে। সৈরাচারী হাসিনা সরকার পালিয়ে গেলেও রেখে গেছে তাদের দোসরদের। আর এই দোসররাই ভোল পালটিয়ে জামাত—বিএনপি নেতা বলে করে বেড়াচ্ছেন নানান অপকর্ম। দেশ স্বাধীন হওয়ার পরেও যদি আগের মতো নির্যাতিত হই তাহলে কিভাবে বাচব? অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের অনুরোধ আপনারা এই মঞ্জু সহ বাকি আওয়ামীলীগ দোসরদের বিরম্নদ্ধে সঠিক তদšত্ম করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *