স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ইসলাপুরে আলম ফেব্রিক্স নামক কাপড়ের ব্যবসায়ের অন্তরালে ভারত সহ বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে পণ্য আমদানী সহ বিভিন্ন প্রকারের অবৈধ ব্যবসা পরিচালনার করে সরকারের কর ফাঁকি দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছেন শত কোটি টাকার অর্থ সম্পদের মালিক।
এ বিষয়ে মুন্সীগন্জ জেলার পদ্মা উত্তর থানার আব্দুর রহিম এর পুত্র আব্দুস ছালাম ৯-৩-২৫ ইং তারিখে দুর্নীতি দমল কমিশন ( দুদক) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,
মোঃ আলম আকন্দ, স্বত্বাধিকারী-আলম ফেব্রিক্স, ইসলামপুর, ঢাকা কর্তৃক বিভিন্ন রকমের দুর্নীতিমূলক কার্যক্রম ও অনিয়ম এর মাধ্যমে বিপুল অংকের টাকা ও সম্পদের মালিক এবং মানিলন্ডারিং এর মাধ্যমে বিদেশ টাকা পাচার প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনারকে জানাইতেছি যে, জনাব মোঃ আলম আকন্দ, পিতা-মৃত: শফি আকন্দ, সাং-যশোলদিয়া, থানা-পদ্মা উত্তর, জেলা-মুন্সীগঞ্জ, বর্তমানে আলম ফেব্রিক্স নামীয় ইসলামপুরে কাপড়ের ব্যবসায়ী। তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ইন্ডিয়া থেকে চোরাই পথে নিষিদ্ধ পন্য আমদানী করে বাজারজাত করিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে।
যাহা নিম্নরূপঃ
০১। জনাব মোঃ আলম আকন্দ চোরাই পথে নিষিদ্ধ মালামাল আমদানি করিয়া বাজারজাতের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে। কাপড়ের ব্যবসার অন্তরালে বিভিন্ন ধরনের কালো বাজারী ব্যবসার মাধ্যমে ইসলামপুরে ৮-১০ টি দোকানের মালিক হয়েছে।
০২। তার দেশের বাড়ীতে ০৩/০৪ কানি জমির উপরে অত্যাধুনিক ডিজাইনের আলীসান বাড়ী নির্মানাধীন রয়েছে। স্বানমে বেনামে অনেক নাল জমি ক্রয় করা আছে। ঢাকাস্থ জুরাইনে তার একটি বিশাল বিল্ডিং রয়েছে। এছাড়া বনশ্রী ও বাড্ডাতে ০৪টি ফ্ল্যাট রয়েছে।
০৩। উপরোক্ত সম্পদ গোপন রেখে সরকারকে আয়কর ও ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে।
যাহা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং আইনের পরিপন্থী। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া একান্ত আবশ্যক।
০৪। তার নিজ নামে ও স্ত্রীর নামে বিপুল পরিমান টাকা গচ্ছিত আছে। প্রায় ৫০টি শেয়ার ক্রয় করা আছে। একজন কাপড়ের ব্যবসায়ী হয়ে এত টাকার মালিক কিভাবে হয়েছে তাহা খতিয়ে দেখা একান্ত প্রয়োজন।
০৫। ফ্যাসিস আওয়ামলী সরকারের আমলে নেতাকর্মীদের সাথে যোগসাজোশ করে অবৈধ টাকার গরমে এলাকায় দুর্নীতি ও সন্ত্রাসের রাজত্বের কায়েম করেছে।
প্রতিনিয়ত মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে টাকা পাচার করছে। সে ০২ নম্বর কাপড় বিদেশ থেকে চোরাই পথে আমদানি করে নিজস্ব ফ্যাক্টরীতে বানানো লোগো ও সিল দিয়ে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত কর েআসছে। এভাবে কোটি টাকা উপার্জন করে বাড়ী, গাড়ীর মালিক হয়েছে, যাহা তদন্ত হওয়া একান্ত প্রয়োজন। উপরোক্ত বিষয়টি বিবেচনা করে এহেন দুর্নীতিবাজ জনাব মোঃ আলম আকন্দ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য সচেতন নাগরিক হিসেবে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।