পাহাড় কাটার অপরাধে খুলশী ক্লাবকে জরিমানা আরোপ করেন পরিবেশ অধিদপ্তর

জহিরুল ইসলাম বাবলু:

নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক, খুলশী ক্লাব সংলগ্ন এলাকায় পাহাড় কর্তণের দায়ে খুলশী ক্লাব কর্তৃপক্ষকে ৪৮,৭৫,০০০/- (আটচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার) ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯/০৩/২০২৫ খ্রিঃ তারিখে অত্র কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহ্রীম সৌরভ, পরিদর্শক রুম্পা শিকদার, মো: সাখাওয়াত হোসাইন, মোঃ মনির হোসেন সহ এনফোর্সমেন্ট টিম এবং উপপরিদর্শক, খালিদুর রহমান এর নেতৃত্বে একটি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা দেখতে পান যে, সম্প্রতি খুলশী ক্লাব সংলগ্ন পাহাড়ী ভূমিটি ঝুঁকিপূর্ণভাবে কর্তণ করা হয়েছে। পরিদর্শনকালে জানা যায় যে খুলশী ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় পাহাড়/টিলা কর্তণ করে ক্লাব সীমানায় ভিতরে অবকাঠামো উন্নয়ন কাজ পরিচালনা করছেন। ঘটনাস্থলের ভূমি রের্কড ও অন্যান্য তথ্যাদি সংগ্রহ করে দেখা যায় যে ভূমির তফসিল নিন্মরূপঃ শ্রেনী- পাহাড়তলী, লট-৯, বিএস দাগ নং- ১৪৩, শ্রেনী- টিলা।

অদ্য ১১/০৩/২০২৫ খ্রিঃ তারিখে অত্র কার্যালয়ে শুনানীতে টিলা শ্রেনির ভূমি সরকারের অনুমোদন ব্যতিরেকে ৪৮,৭৫০ ঘটফুট পাহাড়/টিলা কর্তণের মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (খ) ধারায় সর্বমোট ৪৮,৭৫,০০০/- (আটচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।
উল্লেখ্য যে, একই ঘটনাস্থলে পাহাড় কর্তনের দায়ে ইতোপূর্বে খুলশী ক্লাবের বিরুদ্ধে গত ১৫/০২/২০২৩ খ্রি. তারিখে ৬,৫৬০ ঘনফুট পাহাড় কর্তনের দায়ে খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয় যার মামলা নং ১৩/৪২। পরবর্তীতে পুনরায় ১,৯৩,৬০০ ঘনফুট পাহাড় কর্তনের দায়ে মেট্রোপলিটন, ম্যাজিস্ট্রেট আদালত-৪, চট্টগামে দ্বিতীয় (২য়) মামলা দায়ের করা হয় যার মামলা নং ৩১/৬৩, দায়েরের তারিখ ১৩/০২/২০২৪ খ্রি. ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *