ক্রীড়া প্রতিবেদক :
ব্র্যাক ব্যাংক মহিলা ডেভলাপমেন্ট হকি পতিযোগাতার প্রথম দিনে বড় জয় পেয়েছে কুমিল্লা জেলার বিপক্ষে ০-১৫ গোলে ঝিলাইদাহ জেলা। ঠাকুরগাঁও জেলা ১৪-০ গোলে জিতেছে রংপুর জেলার বিপক্ষে। দিনের অপর খেলায় কিশোরগঞ্জ জেলা ০-১৫ গোলে পরাজিত হয় বিকেএসপির কাছে।
এবার এ প্রতিযোগিতায় ১১ টি মহিল হকি দল অংশগ্রহন করছে। খেলাগুলো অনুষ্ঠিত হয় ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ও বিমান বাহিনী মাঠে।
আজ সকাল সাড়ে ১০ টায় কিশোরগঞ্জ-ঝিনাইদাহ এবং সাড়ে ১২ টায় মুখোমুখি হবে বিকেএসপি ও কুমিল্লা জেলা। দুটো খেলাই অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।