আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি:
আশুলিয়ার কাঁইচাবাড়ি এলাকায় চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত চাচা রাসেল হোসেন (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) দুপুরে এবিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ। এর আগে সকালে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থেকে র্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত সোমবার সকালে থানার পাশেই কাঁইচাবাড়ি এলাকার মনির হোসেনের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, শিশুকে ধর্ষণের ঘটনায় আধুনিক তথ্য প্রযুক্তি সহায়তায় র্যাবের সহযোগিতায় ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।