স্টাফ রিপোর্টার:
গতকাল রাজধানীর দয়াগঞ্জ মোড়ে ওএমএস ডি-১ ডিলার তরিকুল ইসলামের ট্রাকে করে ওএমএসের মাল বিক্রয় চলছিল। দুপুর ১টার পরে ডিলারের প্রতিনিধি ভোক্তাদের বলেন, কিছু আটা আছে চাল নেই। কিছু¶ণ পর দেখা যায় কয়েক জন পাইকারের কাছে বস্তায় বস্তায় ওএমএসের মাল পাইকারী বিক্রি করছে। এসময় একজন সাংবাদিক একজন পাইকারীকে হাতে নাতে ধরে ফেলেন, ডিলার তরিকুল ইসলামের ভাই বলেন, এই মাল এক মাদ্রাসায় বিক্রি করা হয়েছে। কিন্তুু তা সম্পূর্ণ ভাবে মিথ্যা। অর্ধেক মাল বিক্রি না করে চলে যাচ্ছিলেন। বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের তদারককারী টুটুলকে ফোনে জানালে তিনি বলেন, আমার আরও তিনটি সেল দেখতে হয়। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেন। এই বিষয়ে দৈনিক স্বাধীন সংবাদের পেইজে একটি ভিডিও নিউজ করা হয়েছে। কিছু ভুক্তভোগীরা বলেন, ডিলার তরিকুলের সঠিক বিচার করতে হবে। তরিকুলের চুরির বিষয়ে ডি-১ এআরও এর কাছে জানানো হয়েছে। তিনি বিষয়টি গুর“ত্বের সাথে দেখবেন বলে তিনি জানান।