পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনা পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউ এফ ডি ক্লাবের উদ্যোগে ও সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলটির আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ২১৭ জন চক্ষু রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ সময় বিভিন্ন ধরনের ঔষধ চশমা ও পরীক্ষা অনন্য চিকিৎসা সেবার উপকরণ বিনামূল্যে প্রদানকরা হয়।ছানি ও নালী অপারেশনের জন্য পয়ত্রিশ জন রোগীকে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে কর্তৃপক্ষ নিজস্ব তত্ত্বাবধানে ছানি অপারেশন বা উন্নত চিকিৎসার জন্য বাছাই করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ক্লাবের উপেদষ্টা ও ইউনিয়ন বি এনপির সাবেক সভাপতি এসএম নাজির আহমেদ, রাড়ুলী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির রাড়ুলী শাখা হাফেজ তৌহিদুজ্জামান ( নূর) ক্লাবের সভাপতি এ্যাডঃ আব্দুল্লাহ আল-মামুন (সুমন), গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার সোহানুর রহমান, আরিফুল ইসলাম আরিফ কোঅর্ডিনেটর গ্রামীণ চক্ষু হাসপাতাল, জি,এম,মাসুম বিল্লাহ, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, আব্দুল আওয়জল, শাহীন রাজা, সিফাত উল্লাহ, তালহা জোবায়ের, প্রমুখ।