কামরুল ইসলাম:
লোহাগাড়া উপজেলার পদুয়া রেঞ্জ কর্মকর্তা রেঞ্জার মামুনের দিক নির্দেশনা মোতাবেক ডলু বিট টংকাবতি বিট এলাকায় বনসম্পদ রক্ষা করতে জীবন বাজি রেখে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছ নাইম এবং রাকিব।তারা দুই জন বর্তমানে সফল বিট কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছে ডলু বিট ও টংকবতি বিট এলাকায়।
তারই অংশ বিশেষ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে চরম্বা এলাকায় অভিযান পরিচালনা করছেন। এই বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে জানাযায় ঘোপন সংবাদের বিত্তিতে সরকারি সম্পত্তি রক্ষা করতে জীবন বাজি রেখে অভিযান সফল করেন।
তারাএই অভিযান থেকে এক প্রকার নতুন জীবন নিয়ে ফিরলেন নাইম একং রাকিবের নেতৃত্বে একদল বনকর্মী।লোহাগাড়া চরম্বায় নয়াবাজার জামতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পদুয়া রেঞ্জের রেঞ্জ অফিসারের নির্দেশে ডলুবিট ও টংকাবতী বিট অফিসার সহ বনবিভাগের একটি টিম অভিযুক্ত জায়গা হতে ১টি স্কেভেটর আটক করছে।