জহিরুল ইসলাম বাবলু :
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “দেশ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। জনগণের প্রত্যাশা হলো একটি কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা। বিএনপির ৩১ দফা শুধু দলের কর্মসূচি নয়, এটি জনগণের ন্যায্য অধিকার আদায়ের পরিকল্পনা। একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক দেশ গঠনে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। দেশকে সামনে এগিয়ে নিতে হলে দ্রুতই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে প্রতিফলিত করতে হবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে, দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বিকেল ৩টায় নগরের বি.কে. কনভেনশন হলে ৪১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হাজী মুজিবুল হক, থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুল আবছার, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, নগর বিএনপির সাবেক প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, থানা বিএনপির সদস্য মো. সোলায়মান।
এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ রফিক, নাজমুল হুদা চৌধুরী, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জসিম উদ্দিন মিল্কি, আলী হোসেন, জিয়াউর রহমান জিয়া, মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা।
কর্মশালায় বিএনপির ৩১ দফার বাস্তবায়ন কৌশল, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নেতারা বলেন, “দেশের অগ্রগতির জন্য সঠিক পরিকল্পনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থাশীল হতে হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে উন্নয়ন ত্বরান্বিত হবে। এজন্য একটি কার্যকর ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন, যেখানে সকলের মতামত গুরুত্ব পাবে।”
বক্তারা আরও বলেন, “দেশকে সামনে এগিয়ে নিতে হলে সংগঠনের শক্তিকে কাজে লাগিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচন, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।