মোঃ নুরুল হক:
নেত্রকোনা জেলার সদর উপজেলাধীন চল্লিশা ইউনিয়নের ঝাউশি গ্রামের মোঃ আব্দুল হামিদ এর মেয়ে মোসাঃ লিজা আক্তার যৌতুকের অত্যাচারে, সে এখন বাবার বাড়িতে। সূত্রে জানা যায় গত ১০/০৮/২০২৩ ইং তারিখে লিজাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। একই জেলার পার্শ্ববতীর্ থানা পূর্বধলার নারায়নদিয়া ইউনিয়নের ছানখলা গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ রাসেল মিয়ার সাথে।
এক বছর সংসার ভালো ভাবেই চলে আসছে। হঠাৎ করে মেয়েটির অন্তসত্তা হলে তার উপর নেমে আসামাজিক অত্যাচার, নির্যাতন এবং স্বামীর পরিবারের লোকজন ২ লাখ টাকা যৌতুক দাবি করে। গ্রামের সহজ সরল মেয়ের বাবা ও মা মেয়ের সুখের জন্য ১ লাখ টাকা প্রদান করেন। এই নিয়ে দুই দুইবার গ্রাম্য সালিশ বসেও বিষয়টি সূরাহা হয়নি।
মারধর করে মেয়েটি কে স্বামীর বাড়ি থেকে চুলের মুঠি ধরে অন্তসত্তা অবস্থায় বের করে দেয়। অসহায় মেয়েটি বাবার বাড়িতে আশ্রয় নেয়। এই নিয়ে পুরো এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণ তথ্য সংগ্রহ করতে স্বরজমিনে গেলে ভুক্তভোগী মেয়েটির কাছে জানতে চাইলে তিনি চিৎকার করে বলেন, রাসেল মিয়া ও তার পরিবারের লোকজন বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
তিনি আরো বলেন আমি বিচার চাই, আমি জেলার উর্ধতন কর্মকর্তা ও জেলার পুলিশ সুপারের কাছে যাব, সেখানে গিয়ে রাসেল সহ অপরাধীদের বিচার চাইব। প্রকাশ থাকে যে, মেয়েটির একটি ছেলে সন্তান রয়েছে।