পতিত স্বৈরাচার সরকার প্রত্যেক অবকাঠামোকে ধ্বংস করেছে: আবু সুফিয়ান

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: 

 

আমরা সন্ত্রাস ও দারিদ্রতামুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য ঐক্য থেকে কাজ করে যাব।

গতকাল ১৭ মার্চ বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক বি,এন,পির আহব্বায়ক আবু সুফিয়ান এ কথা বলেন।

তিনি বলেন, পতিত স্বৈরাচার নানাভাবে নৈরাজ্য ও বিশৃঙ্খলার চেষ্টা করছে। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা, বিচারব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাসহ রাষ্ট্রকাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। জনগণের ভাগ্য পরিবর্তনের কথা বলে তারা নিজেরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।

দোয়া ও ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক ইসহাক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান। বোয়ালখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন ও দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরেফিন রিয়াদের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুঁইয়া, বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক সহ–সভাপতি ইঞ্জি. ইকবাল, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সভাপতি আক্কাস খাঁন, খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম, বোয়ালখালী পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক আবদুল করিম, যুগ্ম আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক শেখ মনির উদ্দিন। বক্তব্য রাখেন প্রকৌশলী এস এম তারেক, এম কপিল উদ্দিন, নুরুল আমিন, কপিল উদ্দিন, আবু ছিদ্দিক, ইকবাল মেম্বার, হাজী পেয়ার মোহাম্মদ, আরিফ উদ্দিন ছোটন, ইসকান্দর চৌধুরী,মোহাম্মদ শাফু, আবুল বশর, এমদাদ আনচারী, মোহাম্মদ ইউছুফ, মোহাম্মদ শওকত আলম।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল বশর, আজগর মেম্বার, আলী আজম, সোলাইমান মেম্বার, বাবর আলী, শাহ আলম সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেন চৌধুরী, সায়েম উদ্দিন টিটু, নুরুল আবসার আশিক, ইব্রাহিম চৌধুরী মানিক, মুহিদুল জিকু, জাহেদুল রাশেদ, নজরুল ইসলাম, ওমর ফারুক, নাজিম উদ্দীন বাহাদুর, এডভোকেট শহিদ, হাজী মোহাম্মদ জাহেদ, আশরাফ হোসেন লিটন, তৌহিদুল ইসলাম জুয়েল, মো ইদ্রিস, মোহাম্মদ সাদ্দাম, মিশল, কামাল উদ্দীন, মোহাম্মদ সাদ্দাম, শহিদুল ইসলাম খোকন, শহিদুল্লাহ চৌধুরী মানিক, ইব্রাহিম চৌধুরী, নূর হোসেন, এস এ রাসেল, সাইফুল ইসলাম পাবেল, নুর উদ্দীন, এমরান, মামুন, মোহাম্মদ সেলিম, মীর ইলিয়াস, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ নাছের, শাহাদাৎ হোসেন জিকু, মোহামদ জাহেদ, আরমান আলম, জাহাঙ্গীর আলম পারভেজ, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ তামিম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আকিব, জাহেদ, মোস্তফা, এরশাদ আলম, আবুল কাসেম রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *