শিশু ধর্ষণের প্রতিবাদে নওগাঁয় ছোঁয়ার অবস্থান কর্মসূচি

আব্দুল মজিদ, নওগাঁ প্রতিনিধি: 

 

জীবিত আছিয়াদের নিরাপত্তা দিবে কে? এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থী ফাতেমা ছোঁয়ার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যা সাত ঘটিকা থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থী ফাতেমা ছোঁয়া মুখে কালো কাপড় বেধে, হাতে প্রতিবাদী পোস্টার ও মোমবাতি নিয়ে কয়েক ঘন্টা অবস্থান কর্মসূচি করেন।

সাম্প্রতিক সময়ে মাগুরায় আছিয়া ও সারা দেশের বিভিন্ন জেলায় শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের শিকার হয়েছে অজস্র শিশু ও নারী।

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি’ পালন করেন স্কুল পড়ুয়া এই শিক্ষার্থী।

ছোঁয়ার বাবা সঙ্গীত শিল্পী ক্যাপ্টেন জানান, আমার আপনার সন্তান নিরাপদ নয়। মনের ভেতর প্রতিনিয়ত ভয় কাজ করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন জেলায় অজস্র শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছে।  আমরা আর কতো প্রান হারাতে দেখবো?  আর কবেই বা আমার আপনার সন্তানরা ভয় মুক্ত সত্যিকারের স্বাধীন দেশ পাবে।

স্বাধীন বাংলায় কোন ধর্ষকের স্থান নাই।  আমরা আছিয়ার কাছে ক্ষমা প্রার্থী, জীবিত আর কোন আছিয়াকে আমরা হারাতে চাইনা। দ্রুত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর হোক। ছোঁয়ার এমন সাহসিকতা ও প্রতিবাদী কর্মকাণ্ডকে নওগাঁর সচেতন মহলের পক্ষ থেকে সাধুবাদ জানানোর পাশাপাশি শহরবাসীরাও এ সময় প্রতিবাদে একত্ব ঘোষণা করে ছোঁয়ার সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *