শরিফা আক্তার:
আটপাড়া উপজেলাদ্বীন দুওজ ইউনিয়নের বানিয়াগাতী গ্রামের মৃত— মজিবর রহমানের স্ত্রী মোছাঃ রোমেলা আক্তার পিয়াস হত্যা মামলার বাদীনী বিচারের আশায় আদালতে ঘুরছে।
সূত্রে জানা যায় পারিবারিক বিষয়াদি ও জমিজমা নিয়ে কলহল সৃষ্টি হয়। এর জের ধরে ১৩/১২/২০২১ইং তারিখে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি লেগে চনুফকির ও তার জেওয়াস রুনা আক্তার উভয়পক্ষ দেশি অস্ত্রসস্ত্র নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় পিয়াস গুরুত আহত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লিখিত গঠনার পরিপ্রেক্ষিতে রুমেলা আক্তার বাদি হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েল করেন।
যাহার আটপারা থানার মামলা নং ১০/২১ উক্ত মামলাটিতে চনুফকির সহ ১২ জন কে আসামি করা হয়। উক্ত মামলাটি থানার এস আই ৪ জন কে আসামি রেখে সার্সিট প্রধান করেন। পরে মামলার বাদি বিষয়টি টের পেয়ে কোের্ট নারাজি দেয়। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে নিয়ে পুনরায় তদন্তের জন্য পিবিআই কে নির্দেশ দেন। পরে পিবিআই মামলাটি তদন্ত করে ১০জনকে আসামি রেখে ২ জন কে সার্সিট থেকে বাদ দিয়ে কোর্টে প্রেরণ করে।
উক্ত মামলাটি বিচারাদীন থাকায় মামলাটির সাক্ষীগণকে সাক্ষী না দেওয়ার জন্য বাদীনীর ছেলে পলাশ পায়তার সৃষ্টি করে এবং মামলার বাদীকে মারধর করে। এই নিয়ে পুরো গ্রাম জুরে আলোচলা সমালোচনার ঝড় ওঠে। পলাশ মামলার বাদী কে বাড়িথেকে বের করে দেয়। বর্তমানে মামলার বাদীনী চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। এ ব্যাপারে জেলার উর্দ্ধতন কর্মকর্তা সু—দৃষ্টি কামনা করছে। ভূক্তভূগি পরিবারের লোকজন। প্রকাশ থাকে যে উল্লিখিত গঠনার পরিপ্রিক্ষিতে যে কোনো সময় বড় ধরনের দূর্ঘনা আশঙ্খা…চলবে