গাজীপুরের সেই বহুল আলোচিত ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে প্রশাসন

খসরু মৃধা: 

সম্প্রতি বহুল আলোচিত গাজীপুর মহানগরী পূবাইল থানা ৩৯ নং ওয়ার্ড হায়দ্রাবাদ গ্রামে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।

মঙ্গলবার গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ এলাকায় আত তাকওয়া জামে মসজিদ সংলগ্ন ঘোড়ার মাংস বিক্রি করা নির্ধারিত জায়গায় গাজীপুর জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন।এ সময় মাংস বিক্রেতারা জানান,যখন থেকে প্রাণী সম্পদ কর্মকর্তার মৌখিক নির্দেশনা পেয়েছি তার পর থেকে ‌ঘোড়ার মাংস বিক্রি বন্ধ আছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার জালাল উদ্দিন সাথে ছিলেন গাজীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ শাহিন মিয়া।

এ সময় তারা জানান,ঘোড়ার মাংস বিক্রি ইতিমধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে,এ বিষয়ে জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অফিসের নজরদারি চলমান রয়েছে।

উল্লেখ্য গত তিন থেকে চার সপ্তাহ ধরে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় অবাধে ঘোরার মাংস বিক্রি করা হচ্ছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ঘোড়ার মাংস ক্রয় করতে ছুটে আসছেন গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায়, এ বিষয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে,কেউ কেউ ঘোড়ার মাংস খাওয়াকে অরুচিকর বলে মন্তব্য করেছেন। এ বিষয়ে বিভিন্ন ওলামা মাশায়েখদের মধ্যেও রয়েছে দ্বৈত মত। বিষয়টি প্রশাসনের নজরে আনলে প্রশাসন ঘোড়ার মাংস বিক্রি করতে নিষেধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *