বিদেশি স্বামীকে কেন ভাগ্যবান মনে করেন প্রীতি?

বিনোদন ডেস্ক :

বিদেশি নাগরিককে বিয়ে করার পর লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন বলি অভিনেত্রী প্রীতি জিনতা। যদিও দেশে নিয়মিত আসা-যাওয়া তার। আমেরিকা নিবাসী জেন গুডএনাফের সঙ্গে বিয়ের পরও নিজের দেশের সঙ্গে বন্ধন আলগা হয়নি প্রীতি জিনতার। বরং নিজের সংসারে দুই সংস্কৃতির মিশ্রণ ঘটিয়েছেন অভিনেত্রী। তার দুই ছেলেমেয়ে জয় ও জিয়া, তাদের বড় করে তুলেছেন মিশ্র সংস্কৃতির আবহে। তারা যতটা ভারতীয়, ততটাই মার্কিন।

শোনা যায়, একটা সময় প্রীতি নাকি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। সেই সময় ভারতীয় শিল্পপতির সঙ্গেও প্রেম ভেঙে যায় অভিনেত্রীর। তারপরই জীবনে আসেন গুডএনাফ। যদিও নিজের স্বামীকেই বেশি ভাগ্যবান মনে করেন প্রীতি। কারণ তিনি ভারতীয় নারীকে বিয়ে করেছেন।

সম্প্রতি দুই ছেলেমেয়ে, স্বামীকে নিয়ে হোলি উদ্যাপন করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন—ভারতীয় মার্কিন পরিবার হিসাবে আমরা একে অপরের উৎসব এবং সংস্কৃতি উদ্যাপন করার চেষ্টা করি। তাই বাচ্চারা উভয় দিকের শিকড় সম্পর্কে জানে।

এ প্রসঙ্গেই প্রীতি আরও লিখেছেন—আমি সবসময় জেনকে মজা করে বলি, সে সৌভাগ্যবান যে একজন ভারতীয় নারীকে বিয়ে করেছে। কারণ আমাদের প্রাচীন ঐতিহ্য এবং অবিশ্বাস্য সংস্কৃতির কারণে আমাদের উৎসব উদযাপনের অনেক উপলক্ষ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *