পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলা চাঁদখালী ইউপিতে পবিত্র ঈদ -উল ফিতর উপলক্ষে দুস্থ অসহায় পরিবারের মধ্যে ভিজি এফ চাউল বিতারন শুরু হয়েছে ।বৃহস্পতিবার সকালে পরিষদ মিলনায়তনে চাঁদখালী ইউনিয়ন পরিষদের ৩ হাজার ৫ শত ১১জন দুস্থ অসহায় পরিবার মাঝে ভিজি এফ চাউল দেওয়া শুভ উদ্বোধ করেন চাঁদখালী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার।
উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, ইউপি সচিব জি এম আব্বাস উদ্দিন, মহিলা সদস্য এসনেয়ারা খানম, জুলেখা খাতুন, জি এম আমিনউদ্দীন, মোঃ হেলাল উদ্দীন খান, মোঃ মতলেব মালী, জুলফিকার আলি, নজরুল ইসলাম সরদার, আনিছুর রহমান সানা,দফতর আফছার আলী সানা,মীর জাহারুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, বাদশা, গনেশ চন্দ্র মন্ডল,ওআমানউল্লা।
চাদঁখালীর ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ভিজি এফ কার্ডধারীদের মাঝে চাউল বিতারন করা হবে।