বামনায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দ এম এম নাহিন আহসান: 

বরগুনার বামনা উপজেলায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “আস্থার দীপ্তি, তারুণ্যের মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে (২০ জুন) বৃহস্পতিবার সকাল ১১টায় বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুল আলম, ইকো সুন্দরবন বরগুনা জেলার সমন্বয়কারী অনুপ রায়, রূপান্তর বরগুনা জেলা কো-অর্ডিনেটর মোঃ খলিলুর রহমান, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লা, সাংবাদিক নাসির উদ্দিন মোল্লা ও মাসুদ রেজা ফয়সালসহ আরও অনেকে কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই প্রকল্পের আওতায় ১৭টি উপজেলায় ১৭টি যুব নেটওয়ার্ক গঠন করা হবে, যা স্থানীয় পর্যায়ে দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। জেলে সম্প্রদায় ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে এ বিষয়ে প্রচারাভিযান পরিচালনার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে আছে, বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর ও বরগুনায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও উপকূলীয় এলাকা সুরক্ষায় সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৩০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের ওপর নির্ভরশীল।

বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে সুন্দরবন সংলগ্ন ১০ কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। এই সংকটাপন্ন এলাকার ৫টি জেলার ১৭টি উপজেলায় দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর কর্মশালায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

এই কর্মশালার মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও তরুণদের প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবন রক্ষায় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং সবাইকে দূষণমুক্ত ভবিষ্যৎ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

———-

(বরগুনা জেলা প্রতিনিধি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *