সাভারে চালবোঝাই ট্রাক ডাকাতি, উদ্ধার করলেন সার্জেন্ট মোহাম্মদ হাসানাত

বাহাউদ্দীন তালুকদার:
ঢাকা আরিচ মহাসড়কে মানিকগঞ্জ থেকে সাভার উপজেলায় প্রবেশ মুখ এলাকায় ১০-১১ সদস্যের একটি ডাকাত দল মাইক্রোবাসযোগে এসে চালক ও হেলপারকে হাত পা বেধে রস্তার পাশে ফেলে দিয়ে ২২টন চালবোঝাই একটি ট্রাক (যশোর ট ১১-৫৯১৫) ডাকাতি হয়েছে।
বুধবার (১৯ মার্চ ২৫) ভোরে ২২টন চালবোঝাই ট্রাকটি মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে থেকে উদ্ধার করেন মিরপুর ট্রাফিক বিভাগের দারুসসালাম জোনের সার্জেন্ট মোহাম্মদ হাসানাত সহ সঙ্গীয় ফোর্স। পুলিশের উপস্তিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
পুলিশ জানায়, দারুসসালাম জোনের টি আই এডমিন মাহফুজ এর তথ্যের ভিত্তিতে চাল ভর্তি একটি ট্রাক ডাকাতি করে গাবতলী বেড়ীবাধ হয়ে প্রথমে নবোদয় হাউজিংয়ে অবস্থান করছে। সার্জেন্ট মোহাম্মদ হাসানাত সহ সঙ্গীয় ফোর্স প্রতিটি অলিগলি খুঁজে দেখে না পেয়ে পরবর্তীতে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের প্রধান গেটের সাথে গাড়িটিকে সনাক্ত করতে পারেন।যাহার নাম্বার যশোর ট ১১-৫৯১৫। সার্জেন্ট মোহাম্মদ হাসানাত স্মৃতিসৌধের কন্ট্রোলরুমে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ফুটেজের মাধ্যমে চারজন লোককে দেখতে পান যাহারা গাড়িটি রেখে চলে যায়। সার্জেন্ট মোহাম্মদ হাসানাত মোহাম্মদপুর থানা’কে অবগত করেন। প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর গাড়িটির ড্রাইভার এবং হেল্পার অক্ষত অবস্থায় গাড়িটিকে এসে সনাক্ত করে। পরবর্তীতে তাদের জবানবন্দি নেওয়া হয় এবং মোহাম্মদপুর থানার এসআই নাসিম’কে গাড়ি মালামাল এবং ড্রাইভার ও হেলপার’কে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মোহাম্মদপুর থানার এস আই নাসিম বলেন, পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে ফোন পেয়ে দারুসসালাম জোনের সার্জেন্ট মোহাম্মদ হাসানাত সহ সঙ্গীয় ফোর্সদের কাছ থেকে ২২টন চালবোঝাই একটি ট্রাক ও ড্রাইভার ও হেলপার’কে উদ্ধার করা হয়েছে। গাড়িটিকে জিডি মূলে জব্দ তালিকায় থানায় রাখা হয়েছে। সাভার থানা এলাকা থেকে ট্রাকটি ডাকাতি হয়েছে। গাড়ির মালিক সাভার থানায় মামলা বা জিডি করে আমাদের কাছ থেকে গাড়িটি বুঝে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *