খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহ‌ফিল

শাহ মোঃ নজরুল ইসলাম: 

ব্রাহ্মণবা‌ড়িয়া: ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বি‌কেল ৩টা সময় উপজেলার রাধানগর হা‌ফি‌জিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক এ একে এম ভি‌পি মুসার সঞ্চলনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সম্ভাব্য বিএনপির এমপি প্রার্থী, কৃষকদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাধারাণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি কৃ‌ষি‌বিদ মে‌হেদী হাসান পলাশ।

এত‌ে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির কু‌মিল্লা বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক অধ‌্যক্ষ মো: সে‌লিম ভূঁইয়া।
বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা বিএন‌পির আহ্বায়ক এ‌্যাড‌ভো‌কেট আব্দুল মান্নান, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব আলহাজ্ব সির‌াজুল ইসল‌াম সিরাজ, হোমনা উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি আলহাজ্ব মোহাম্মদ ম‌হিউদ্দিন, কু‌মিল্লা উত্তর জেলা বিএন‌পির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা‌ বিএন‌পির সদস‌্য বেলাল উদ্দিন সরকার তু‌হিন।

আরও উপ‌স্থিত ছি‌লেন এইচ এস জেড শুকড়ী সে‌লিম, হারুন অর র‌শিদ (আকাশ) সাইদুর রহমান সাঈদ, গাজী বাদল, এসএম দে‌লোয়ার হো‌সেন, ম‌হিউদ্দিন আহ‌মেদ, আব্দুল খা‌লেক, হুমায়ন ক‌বির, মো: ফ‌রিদ মিয়‌া, আব্দুল কুদ্দুস, না‌হিদ সু‌লতানা, শার‌মিন সুলতান, মো: বিল্লাল হে‌া‌সেন, আব্দুল হা‌মিদ, আনোয়ার চৌধু‌রী, লেয়াকত আলী ফ‌রিদ, মো: মুহ‌সিন, আবু‌ল হাইয়ূম, শাখাওয়‌াত হো‌সেন, আবু‌ল ক‌রিম, সে‌লিম আক্তার, ‌মো: জাহাঙ্গীর আলম, আব্দুল ম‌তিন, তাইবুর হাসান মাসুম, হারুন অর র‌শিদ (আকাশ), আলমগীর, কামাল হো‌সেন, আব্দুল কা‌সেম, মো: আশিক, মো: আব্দুল হা‌লিম, মো: জয়দুল‌ হো‌সেন, মো: হা‌বিবুর রহমান, মো:জ‌সিম মিয়া, আল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *