ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় ব্র্যাক ব্যাংক মহিলা ডেভলাপমেন্ট কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। ফাইনালে তারা কিশোরগঞ্জ জেলাকে ৮-০ গোলে হারিয়ে শিরোপা জিতে। এর আগে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার
প্রথম সেমিফাইনালে
কিশোরগঞ্জ ২-১ গোল যশোর জেলাকে। এবং দ্বিতীয় সেমিফাইনালে
বিকেএসপি ১২-০ গোলে রাজশাহী জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।
গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তৃতীয় চতুর্থ স্থান নির্ধারণী খেলায় যশোর জেলা রাজশাহী জেলাকে ৪-০ গোলে হারিয়ে তয় স্থান লাভ করে।
টুর্নামেন্টে ৩০ গোল করে বিকেএসপির ১০ নং জার্সিধারি খেলোয়াড় অর্পিতা পাল সেরা গোলদাতা। এবং কিশোরগঞ্জের ১১ নং জার্সিধারী খেলোয়াড় ফারদিয়া আক্তার রাত্রি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। এবারের প্রতিযোগিতায় মোট ১১ টি দল অংশ নেয়।