মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সড়ক দূর্ঘটানয় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে।
রবিবার ২৩ মার্চ সকাল ৮:৩০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে মোজাম্মেল হোসেন (৭০)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,রবিবার সকালে সাইকেল যোগে নিজ জমিতে কাজ করতে যাওয়ার পথে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ধোপপুকুর এলাকায় পৌঁছিলে পিছন দিক থেকে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যাবার পথে মারা যান।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান,ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।