খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান পশ্চিমপাড়া এলাকায় লরি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
রবিবার (২৩শে মার্চ ২০২৫)সকাল আনুমানিক ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের মাঝুখান পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোচালক হানিফ মিয়া (৩৫)। তার বাড়ি ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায়। অপরজন সাব্বির আলম (২৭)। তার বাড়ি ৪০ নম্বর ওয়ার্ডের মাঝুখান দক্ষিণপাড়া এলাকায়।
এ ঘটনায় আহত দুজনের পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।