চট্টগ্রামে র‍্যাবের পক্ষ থেকে ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার,এম রাসেল চৌধুরী:

চট্টগ্রামে র‍্যাবের নিকট গত ২০১৮, ২০২০ এবং ২০২৪ সালে দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে র‍্যাবের মহা-পরিচালকের পক্ষ থেকে র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান (পিএসসি) এঁর সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনযাপনের উপর বিশেষ মত বিনিময় সভা রবিবার সকাল সাড়ে এগারটায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে র‍্যাব জানায়, বিশেষ অভিযান এবং নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে গত ২০১৮ এবং ২০২০ সালের ৭৭ জন জলদস্যু আত্মসমর্পণ করে এবং তাদের আত্মসমর্পণ পরবর্তী সময়ে র‌্যাব-৭, চট্টগ্রাম বিভিন্ন সময়ে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে। উপকুলীয় এলাকায় ডাকাতি, জলদস্যুতাসহ নানামূখী অপরাধ প্রতিরোধে কার্যকর বিকল্প ব্যবস্থা হিসাবে ২০২৪ সালে র‌্যাব-৭, চট্টগ্রামের মাধ্যমে আরোও ৫০ জন জলদস্যুকে আত্মসমর্পণ করে। উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে থাকে র‍্যাব। তারই ধারাবাহিকতায় র‌্যাব ফোর্সেসের মহাপরিচালকের পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত আলোর পথের অভিযাত্রীদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় র‍্যাব-৭ চট্টগ্রামের উপ-পরিচালক মেজর মোঃ সাদমান সাকিব, সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) এ.আর.এম.মোজাফফর হোসেন, বাঁশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, আত্মসমর্পণকৃত জলদস্যুরা র‌্যাবের এরুপ কল্যাণমূলক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *