শিখিয়ে দেওয়া বক্তব্য দিয়ে অস্ত্রের মুখে ভিডিওতে চাঁন্দা বাজ বানানোর জন্য প্রতিবাদ

কামরুল ইসলাম: 

আমি সাংবাদিক কামরুল ইসলাম এই মর্মে প্রতিবাদ জানাচ্ছি যে আমি দীর্ঘ ৩০বছর যাবৎ খুব দক্ষতার সাথে আল্লাহর রহমতে আমর মা – বাবার দোয়া নিয়ে সঠিক সংবাদ প্রকাশ করে সাংবাদিক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছি। এই দীর্ঘ ত০ বছরের মধ্যে যে কারো সাথে চাঁন্দাবাজী করেছি এমন কোন ডকুমেন্টস আছে এমন কোন ধরনের প্রমাণ সহ কেউ দিতে পারবে না।

অথচ দুই দিন পূর্বে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের মাদার হাড়ার জোর নামক এলাকায় ভেলিজার শফি এবং কলাউজানের পরিচিত ভূমিদুর্ষ ওসমান বহুদিন যাবৎ সরকারি খাস ও পিএপ জাইগা অবৈধ দখল করে আসছে এই সংবাদের ভিত্তিতে একটি প্রতিবেদন করতে খুন্যাহাড়া এলাকায় ভিলেজার শফির বাড়িতে উপস্থিত হলে শফি আমাদের কে বলেন ওসমানের দোকানে জেতে আমরা শফি কে আমাদের সাথে জেতে বললে শফি যাওয়া যাবেনা বলে অসম্মতি জানিয়ে বলেন আপনারা জান গিয়ে মোবাইল ফোনে আমার সাথে ওসমান কে কথা বলিয়ে দিবেন।

শফির কথা মত আমরা ওসমানের দোকানে গিয়ে দেখি ওসমান নেই ওসমান কে বহু ডাকাডাকি করি শেষে ওসমান ২০/৩০ জন লোক নিয়ে দেশিয় অস্ত্র শস্ত্র সহকারে আমাদের ঘেরাও করে এক ফাঁকে সাংবাদিক ওসমান হুন্ডা নিয়ে পালিয়ে যায়। এরপর ভূমিদুর্ষ ওসমান রেগেমেগে আমাকে কোপাতে গেলে কয়েকজন আমাকে তার হাত থেকে রক্ষা করে বলে আমরা তোমাকে যেই রকম শিখিয়ে দেব তুমি ভিডিওতে সেই রকম বলবে তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। তারপর আমি সেই রকম বলতে রাজি হলে আমাকে নুরুল কবিরের দোকানে নিয়ে আসে এবং আমার একটা ভিডিও নে এবং ভিডিও নিয়ে আবার মনতাজের দোকানে নিয়ে আসে এর পর ততক্ষণে আমার চাচাতো ভাই শরিফ ও কাওসার ঘটনা স্থলে পৌঁছালে আমাকে তাদের হাতে দিয়ে দে এবং আমার থেকে একটা মুচলেকা নে।

পরে দেখতে পাই যে এই ভিডিও দিয়ে ভিডিও ম্যান আলাউদ্দীন একটা নিউজ প্রকাশিত করে যেই নিউজে ভূমিদুর্ষ ওসমান এবং ভেলিজার শফি সহ সন্ত্রাসীদের শিখিয়ে দেওয়া বক্তব্য রয়েছে যেই বক্তব্য টা আমার থেকে জোর পূর্বক নেওয়া হয়েছে ঐ ভিডিও নিউজের জন্য আমার সম্মান নষ্ট করা হয়েছে আমি এর তিব্র প্রতিবাদ জানিয়ে আইনের কাছে তদন্ত মুলুক হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *