বি এন পির ইফতার মাহফিলের টাকায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতর

মামুন মাহমুদ :

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিএনপির সব সময় জনগণের পাশে থাকার দল। রাষ্ট্র ক্ষমতায় না গিয়েও ১৫ বছর ধরে বিএনপি জনগণের পাশে রয়েছে। বর্তমানে দ্রব্যমূল্যের বাজার অস্থির অনেকে কর্মহীন তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ ছিল আপনারা এ বছর ইফতার পার্টি না করে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাই আমরা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি।
তিনি আরও বলেন ফেসিস্ট সরকার তার আমলে কিশোর গ্যাং তৈরি করে রেখে গেছে আমরা চাই তাদের হাতে খাতা কলম উঠুক।
বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় নাসিক ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, স্বৈরাচার সরকারের আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও জনগণের পাশে ছিলাম। বিএনপি জনগণের দল জনগনের কথা বলে এবং জনগণের পাশে ছিল সব সময় জনগণের পাশে থাকবে। দেশের জণগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময় আন্দোলন সংগ্রাম করে আসছে। বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বিএনপির রাজনীতি হলো জনগণের ভাগ্য পরিবর্তন করে দেয়া।
নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও নাসিক ৭নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দুলাল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা মোল্যা মো: সাখাওয়াত হোসেন, মো: খোরশেদ, মো: জাহাঙ্গীর হোসেন, আতাউর রহমান প্রিন্স, মাসুদ রানা, লিয়াকত হোসেন লেকু, নুর হোসেন, তাজুল ইসলাম, সিফাতুল ইসলাম রাজু, শাহ আলম, মানিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *