সোনাইমুড়ীতে জায়গা জমি নিয়ে বিরোধে জের ধরে হামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজাম উদ্দিন স্টাফ রিপোটার নোয়াখালী থেকে:

নোয়াখালী সোনাইমুড়িতে জায়গা জমি নিয়ে বিরোধের জেট ধরে হামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় সোনাইমুড়ি উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নুরুল হুদা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার বলেন, উপজেলার শিলমুদ গ্রামের এরাদ মুন্সি বাড়ীর শাহ আলম গং দীর্ঘ ৫০ বছর আমাদের জমি জোরপূর্বক দখল করে আছেন। আমাদের মোট জমির পরিমাণ ৩২ শতাংশ, দখলে আছি মাত্র ১৩ শতাংশ।

গত শনিবার ২২ শে মার্চ ভুমিদস্যূ কবিরের ইন্দনে আমাদের বাকী জমি জোর পূর্বক ঘর নির্মাণের চেষ্টা করলে আমরা বাধাঁ দিলে শাহ আলমসহ দুস্কৃতিকারীরা নুরুল হুদা, সালমা আক্তার, রহিমা বেগম, শামছুন নাহারকে মারধর করে মারাত্মক আহত করে।

এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করলে, অভিযোগের পর আমিন দিয়ে পরিমাপ করে আমাদের ভুমি বুঝাইয়া দিলেও আমরা দখলে যেতে দিচ্ছে না। শাহ আলম গংরা গ্রাম্য শালিস, থানা পুলিশসহ কাউকে তোয়াক্কা না করে উল্টো আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। এবং আমাদের জমি এখনো দখল করে রাখছে। শাহ আলম গংরা বলেন জমি পাবি দিবো না জোর করে খাবো পারলে কিছু কর। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই ভুমি দখলদারদের বিরুদ্ধে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনী কাছে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সুষ্ঠুতদন্ত পূর্বক সঠিক বিচারের দাবী করেন।

এ বিষয় শাহ আলম গংদের নিকট জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলে, জমি পারলে নিতে বইলেন, এখন জোর যার রাজ্য তার, অযাথা আপনার নিউজ লিখে কোন কাজে আসবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *