মেডিক‍্যাল ফি মওকুফ ও কাউন্সিলরশীপ চায় পাইওনিয়ার ফুটবল লিগের ক্লাবগুলো

আনোয়ার হোসেন:

 

আসন্ন পাইওনিয়ার ফুটবল লিগ ২০২৫-২৬ এর অংশগ্রহনকারী ক্লাবগুলোর বিভিন্ন দাবী, মতবিনিময় ও ইফতার মাহফিল গত বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পাইওনিয়র ফুটবল লিগ কমিটির চেয়ারম‍্যান টিপু সুলতান সহ উক্ত কমিটির অন‍্যান‍্য কর্মকর্তা এবং ক্লাব অফিসিয়ালরা।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সম্মিলিত ক্লাবের পক্ষ থেকে বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা বিভিন্ন দাবী ও প্রস্তাবনা তুলে ধরে বক্তব‍্য রাখেন লিগ কমিটির চেয়ারম‍্যানের বরাবর। টিপু সুলতান মনযোগ সহকারে তাদের বিভিন্ন প্রস্তাবনা ও যৌক্তিক দাবীগুলো শুনেন।

সম্মিলিত ক্লাবগুলোর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সবচেয়ে অবহেলিত এবং সুবিধা বঞ্চিত হচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগ, পাইওনিয়ার ক্লাব ও পাইওনিয়ার সংগঠকরা। মতবিনিময় সভায় তাদের পক্ষ থেকে আরো জানানো হয় যে, পাইওনিয়ার ফুটবলের মাধ‍্যমেই জাতীয় দলের পাইপলাইন মজবুত হয় কিন্তু পরিতাপের বিষয় হলো-লিগে অংশ নেয়া তৃণমূলের ফুটবলাররা সারা বছর অনুশিলন করে। কোচ ও ক্লাব অফিসিয়ালরা দেশের প্রত‍্যন্ত এলাকা থেকে কিশোর খেলোয়াড়দের সংগ্রহ করে একাডেমীর মাধ‍্যমে প্র‍্যাকট্রিস করায় লিগে অংশগ্রহনের উদ‍্যেশ‍্যে কিন্তু সময় মতো লিগ মাঠে গড়ায় না। ফলে খেলোয়াড় ও অভিভাবকদের সামনে নানা প্রশ্নবৃদ্ধ ও লজ্জিত হতে হয় ক্লাবগুলোকে। বিগত ৮ বছরে মাত্র দুটি লিগ অনুষ্ঠিত হয়েছে ( ২০১৯ ও ২০২২)। এতে চরম হতাশায় ভুগছে ফুটবলার, অফিসিয়াল ও কোচেরা।

২০২৪/২৫ এ বাফুফের নতুন কমিটি হওয়ার পর এখনো পাইওনিয়ার ফুটবল লিগের পূর্ণঙ্গ কমিটি হয়নি। তারপরও আসন্ন ২০২৫-২৬ ফুটবল লিগের দলবদল ১৫ মার্চ এবং জুন থেকে লিগ শুরুর ঘোষণা দেওয়া হয়। এখন ক্লাব অফিসিয়ালদের প্রশ্ন, যেখানে লিগ কমিটির পূর্ণঙ্গ কমিটি গঠিত হয়নি সেখানে কি করে সম্ভব দলবদল, মেডিক‍্যাল ও লিগ পরিচালনা করা?

সম্মিলিত ক্লাব কর্মকর্তাদের প্রধান প্রধান দাবীর মধ‍্যে রয়েছে লিগের চার ফাইনালিস্ট দলকে তৃত্বীয় বিভাগে উত্তীর্ণ করে তাদের কাউন্সিলরশীপ দিতে হবে। কাউন্সিলরশীপ না থাকায় বাফুফের কাছে কদর নেই পাইওনিয়ার কর্মকর্তাদের। খেলোয়াড়দের মেডিক‍্যাল ফি মওকুফ। বিরতিহীন লিগ পরিচালনা। নিরোপেক্ষ রেফারী। মেডিক‍্যাল শেষে সকল খেলোয়াড়দের গ্রুপ ছবি তুলে রাখা।

ক্লাবগুলোর আর্থিক অনুদান বাড়ানো এবং লিগে অংশগ্রহন মানি পূর্বের চেয়ে বাড়ানো।
মতবিনিময় শেষে লিগ কমিটির চেয়ারম‍্যান জানান, ঈদের পর সকল ক্লাব কর্মকর্তারা লিগ অফিস রুমে বসে তাদের চাওয়া পাওয়া গুলো আলোচনা করে লিখিত আকারে জমা দেয়া হয়। যাতে সকলকে নিয়ে আলাপ আলোচনার মাধ‍্যমে একটা সুষ্ট ও সফল লিগ আমরা করতে পারি। টিপু সুলতান আগামি ১৫ দিনের মধ‍্যে পাইওনিয়ার লিগের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *