২৬ হাজার টাকা জমা দিয়ে নমিনী পেলেন ১ লক্ষ ২৪ হাজার টাকা

গাংনী প্রতিনিধি:

 

অদ্য ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার মেহেরপুরের গাংনীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এজেন্সি অফিস উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে বীমা গ্রাহক মরহুমা সালেহা বেগমের মৃত্যুদাবির ১ লক্ষ ২৪ হাজার টাকার চেক তাঁর নমিনী মো. রুহুল আমিনের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটির সভাপতি জনাব সালাউদ্দীন শাওন, সংগঠন প্রধান জনাব মো. জাহাঙ্গীর আলম, অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন এবং ডিএমডি (উঃ) জনাব ইব্রাহিম খান টুলু।

সভাপতিত্ব করেন গাংনী এজেন্সি অফিস ইনচার্জ জনাব মো. শাকিল আহম্মেদ। অনুষ্ঠানে প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীমা গ্রাহক মরহুমা সালেহা বেগম মাত্র ২৬ হাজার টাকা জমা দিয়েছিলেন, যার বিপরীতে তাঁর নমিনী ১ লক্ষ ২৪ হাজার টাকা মৃত্যুদাবি হিসেবে পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *