
বামনা (বরগুনা):
ঈদের খুশি ভাগাভাগি করতে বামনায় শিক্ষার্থীদের উদ্যোগে এক ব্যতিক্রমী মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে স্থানীয় একটি খোলা প্রাঙ্গণে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে মেহেদি দিয়ে ঈদের আনন্দ রঙিন করে তোলা হয়।
আয়োজনে ভলান্টিয়ার বাংলাদেশ ও রেড ক্রিসেন্ট সোসাইটির শিক্ষার্থী সদস্যরা উপস্থিত ছিলেন। তারা স্বেচ্ছাসেবী হিসেবে শিশুদের হাতে মেহেদি লাগানোর পাশাপাশি তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
ভলান্টিয়ার বাংলাদেশের প্রতিনিধি জিহাদ বলেন, “ঈদের আনন্দ সবাইকে একসূত্রে বাঁধে, তাই সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
আয়োজকদের পক্ষে সৈয়দ এম এম নাহিন আহসান বলেন, “ঈদ আনন্দে হাসুক জীবন, রঙিন রঙে রাঙাও ভুবন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ প্রথম দিনে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে মেহেদি দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি শিশু অংশগ্রহণ করেছে, যা আমাদের আরও অনুপ্রাণিত করছে।”
শিশুরা শুধু মেহেদি পরেই নয়, তাদের জন্য আয়োজকদের পক্ষ থেকে উপহার ও মিষ্টান্নও বিতরণ করা হয়। স্থানীয়দের ব্যাপক সাড়া ও প্রশংসা পেয়েছে এই আয়োজন, যা ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আয়োজকদের অনুপ্রেরণা জোগাবে।
এই মহতী উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মনে ঈদের আনন্দের এক বিশেষ মুহূর্ত তৈরি করেছে, যা তাদের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে।