পাওয়া টাকা চাওয়ায় ছাত্রদল নেতাকে হুমকি দিলেন যুবদল নেতা

রাজশাহী প্রতিনিধি:

 

পাওনা টাকা চাওয়ায় ছাত্রদল নেতাকে হুমকি দিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। ওই যুবদল নেতা হলে রাজশাহী বাগমারা উপজেলা আজাহার আলীর ছেলে। সে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা যুবদলের সদস্য সচিব।

শনিবার (২৯ মার্চ) দুপুর ২ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা খালিদ হাসান কানন।
খালিদ হাসান কানন নওগাঁ জেলা ছাত্রদলের কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক।।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা বলেন, ব্যবসায়িক কারণে পারিবারিকভাবে ১০ লাখ টাকা নেয় বাগমারার বাসিন্দা জেলা যুবদল নেতা রেজাউল করিম টুটুল। হলি ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার চালুর করা লক্ষ্যে ১০ লাখ টাকা নিলেও পরে তাঁরা জানতে পারে তিনি তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রদল নেতা আদালতে মামলা দায়ের করেছেন। মামলা করায় যুবদল নেতা ক্ষিপ্ত হয়ে মামলা উত্তোলনসহ টাকা না দেওয়ার হুমকি দেয়। প্রভাবশালী নেতা হওয়ায় টাকা দিবে না মর্মে সাফ জানিয়ে দেয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাত্রদল নেতা আরও বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ আমার কিছু হলে এর দায়ভার ওই যুবদল নেতার। বর্তমানে আমার পারিবারিক অবস্থা ভালো না, তাই দ্রুত পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী খালিদ।
কথা বলতে রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। একারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *