শাহ মোঃ নজরুল ইসলাম:
নদী মরলে দেশও মরবে, মরছে নদী, কাঁদছে দেশ, এভাবে চললে ধংস হবে দেশ, নদী আমাদের হৃদপিণ্ড নদী বাঁচলে আমরা বাঁচবো, নদী রক্ষাসহ বিভিন্ন স্লোগানকে সামনে রেখে নদী রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর চরশিবপুর গ্রামে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০ টায় চরশিবপুর গ্রামের ৭ ও ৮ নং ওয়ার্ডের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য বেদন মিয়া, সাবেক ইউপি সদস্য মনির মিয়া, যুবলীগ নেতা শাহজানা মিয়া, জমির উদ্দিন মো: হাবিবুল্লাহ, মুসলেম মিয়া, আসাদুল্লাহ, রমজান হোসেন, হানিফ সরকার, আব্দুল লতিফ সরকারসহ এলাকাবাসী।