
স্টাফ রিপোর্টার:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বালুয়াকান্দী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মিনিবাস সড়কের দক্ষিণ পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। এসময় যাত্রী ও পথচারীসহ মোট ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিনিবাসটি যাত্রী নিয়ে সোনারগাঁ থানার মোগড়াপাড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বালুয়াকান্দি এলাকা অতিক্রমের সময় একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে সড়কের পাশের তপন মিয়ার দোকানে ঢুকে পড়ে।
এসময় বাসটির যাত্রী রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম (৫৫) ও তার পুত্রবধু মাহমুদা বেগমসহ (২৫) ১২ থেকে ১৫ জন পথচারী আহত হয়। মাথা ও কানে আঘাতপ্রাপ্ত যাত্রী আনোয়ারা বেগমকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: শওকত হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করে কথা বলা সম্ভব হয়নি।