সাতক্ষীরায় গণঅধিকার পরিষদ এর পক্ষ থেকে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুর রশিদ: 

সাতক্ষীরায় গণঅধিকার পরিষদ এর পক্ষ থেকে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার আমতলাডাঙ্গার অস্থায়ী ওয়ার্ড কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি তবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য এডভোকেট খালিদ হোসেন সোহাগ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, জেলা পেশাজীবি পরিষদের আহবায়ক ঢালী হাফিজুর রহমান, খুলনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি লিটন ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আজিবুর রহমান, গণঅধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক হাসানুর রহমান হাসান, যুব অধিকার পরিষদের তালা উপজেলার সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, যুব অধিকার পরিষদের সদস্য আনিসুর রহমান আনিছ ও জিয়াউল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে এবং সরকার পতনের সেই বিপ্লবী গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষণীয় দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *