সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত-২, প্রাইভেটকার জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: 

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুরে  প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে  মোটরসাইকেলের  আরোহী জহুর আলী ও সোহরাব গুরুতর আহত হয়েছে । শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা  ৬ টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের আলীপুরে এ দুর্ঘটনাট ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সাতক্ষীরা শহরের দিক থেকে কালিগঞ্জ অভিমুখে যাচ্ছিল।  বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা জহুর আলী ও সোহরাব ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়।

‎আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থোপেডিক্স কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

‎সাতক্ষীরা সদর থানার (এ এস আই) অনিমেষ বলেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছাই। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

‎স্থানীয় বাসিন্দারা জানান, আলীপুর এলাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। তারা মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং গতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *