
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুরে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী জহুর আলী ও সোহরাব গুরুতর আহত হয়েছে । শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের আলীপুরে এ দুর্ঘটনাট ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি সাতক্ষীরা শহরের দিক থেকে কালিগঞ্জ অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা জহুর আলী ও সোহরাব ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থোপেডিক্স কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরা সদর থানার (এ এস আই) অনিমেষ বলেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছাই। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, আলীপুর এলাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। তারা মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং গতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।