বংশাল থানার ৩৫ নং ওয়ার্ড যুবদলের সৎসাহসি জনবান্ধব নেতা মোঃ মাসুদ রানা

ফজলুল করিম সেলিম: 

 

বংশাল থানার ৩৫ নং ওয়ার্ড যুবদলের সৎসাহসি জনবান্ধব ও মেধাবী উজ্জল দৃষ্টান্ত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা

বংশাল থানার অন্তভূর্ক্ত যুবদলের ৩৫ নং ওয়ার্ডের একজন সৎ, যোগ্য, আদর্শবান নেতা সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা। তিনি দীর্ঘ ৪০ বৎসর ৩৫ নং ওয়ার্ডের যুবদলের একজন বর্ষিয়ান নেতা। তার নেতৃত্যের মাধ্যমে ৩৫ নং ওয়ার্ডের মানুষের সুখে দুখে মানুষের সাথে মিশে আছেন। তার নেতৃত্যে ১৯৯০ সালে এরশাদ বিরোধী গন অভ্যূথানের সময় বিভিন্ন আন্দোলনে তিনি যুবদলে ৩৫ নং ওয়ার্ডে আন্দোলনে এক বিরাট ভূমিকা পালন করেন। ১/১১ সময়ও আন্দোলনের পরবতীর্ সময়েও তার নেতৃত্বে বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড সক্রিয় ভুমিকা পালন করেন। পরবতীর্তে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর নিযার্তিত ও বহুমামলা আসামী হয়েছেন।

এবং বহুবার কারাবরন করেছেন। তার মামলার সংখ্যা প্রায় দুইশতাধিক তিনি সরকারের রক্ত চক্ষু ও ভয় ভীতি অবজ্ঞা করে বংশাল থানার ৩৫ নং ওয়ার্ডের একজন যুবদলের নেতা হয়ে আন্দোলনে মুখ্য ভুমিকা পালন করেছেন। তিনি তার পরিবার পরিজন বহুলোককে হারিয়েছেন। ফ্যাসিবাদ হাসিনার সময় ৩৫নং ওয়ার্ডের বংশাল থানার সরকারের পাচাটা কুকুর এ ওয়ার্ডের থানা সভাপতি আলী হোসেন হাজী রিপন আসিক এরা দলিয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাশ টেন্ডার বাজী চাঁদা বাজী, বিভিন্ন মানুষের জমি দখল করে, এবং যুবদলের বহু নেতাকমীর্কে নিযার্তন এবং মিথ্যা মামলা দায়ের করে। এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ কলংকিত নিবার্চনে বংশাল থানার হয়ে কাজ করেন। ঐ সময় দলের প্রতিটি আন্দোলনে বংশাল থানার ৩৫ নং ওয়ার্ডের যুবদলের হয়ে সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক মোঃ মাসুর রানার নেতৃত্বে কেন্দ্র থেকে আসা হরতাল অবরোধ ও বিভিন্ন মিছিল মিটিংয়ে

সফল ও সক্রিয় ভাবে পালন করেন এবং কঠিণ প্রতিরোধ গড়ে তোলেন। এলাকাবাসী ও যুবদলের কমীর্দের একত্রিত করে প্রতিরোধ গড়ে তোলেন এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে। এবং অবশেষে কাংখিত বিজয় পান।

বংশাল থানার সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে সিনিয়র যুুগ্ম আহবায়ক শুধু রাজনৈতিক একজন নেতা নন, তিনি একজন সমাজসেবক ও ৩৫ নং ওয়ার্ডের বংশাল থানার বৃদ্ধ ও যুবকের নয়নমনি। তিনি অতীতে যেমন চাঁদাবাজী, টেন্ডার বাজী ও জমি দখল এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ করেছেন, বর্তমানেও তা চালিয়ে যাচ্ছেন। এই জন্য ঢাকা মহানগর ও বংশাল থানার ৩৫ নং ওয়ার্ড যুবদল হলো ব্যতিক্রম ও সেরা ওয়ার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *