বোয়ালখালীর বিভিন্ন জায়গায় বাসন্তী পূজা, আজ বাসন্তী পূজার শুভ অষ্টমী

প্রভাস চক্রবর্ত্তী: 

বোয়ালখালীতে অন্যান্য জায়গার মত আনন্দ ও উদ্দিপনা বিভিন্ন আয়োজনে চলছে বাসন্তী পূজা। আজ অষ্টমী। বাসন্তী পূজা হল দেবী দুর্গার এক বিশেষ রূপে আরাধনা, যা মূলত বসন্তকালে অনুষ্ঠিত হয়। পুরাণ অনুসারে, দুর্গাপূজার প্রাচীনতম প্রচলন ছিল বসন্ত ঋতুতেই। এই পূজার সঙ্গে রাজা সুরথের নাম জড়িয়ে আছে।

আদতে দুর্গাপূজার আসল সময় ছিল বসন্তকাল। এটি আদি দুর্গাপূজা, যা রাজা সুরথের সময় থেকে প্রচলিত।বসন্ত ঋতুতে দেবী দুর্গার আরাধনা প্রকৃতির পুনর্জন্ম ও শস্যের উর্বরতার প্রতীক।

যদিও শারদীয় দুর্গাপূজা বেশি প্রচলিত, অনেক পরিবার ও মন্দিরে বাসন্তী দুর্গাপূজা এখনও বিশেষভাবে উদযাপিত হয়।

সুতরাং, বাসন্তী পূজা হল দুর্গাপূজার প্রাচীন রূপ, যা দেবী দুর্গার মহিমা ও ভক্তির প্রতীক হিসেবে যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে। শুভ ষষ্ঠী মধ্যে দিয়ে দেবীর বোধনশুরু হয়, অর্থাৎ দেবীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। বোধনের মাধ্যমে দেবী দুর্গা মর্ত্যে পদার্পণ করেন, যা উৎসবের আবহ তৈরি করে। উপমহাদেশের সর্ব্ব প্রথম মেধসমুনি আশ্রমে এ পূজা সুচনা হয়। সারবোতলী প্রগতী সংঘ,পূর্ব গোমদন্ডী পৌরসভার ৪নং ওর্য়াডের পন্ডিত কানু চক্রবর্ত্তীর বাড়ি, কবিয়াল রমেশ শীলের বাড়ী,দরপাড়া সরকার বাড়ি,দেবী দূর্গা মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে বাসন্তী পূজা অষ্টমীরদিনে সনাতনী সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা, থানা অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বি,এ,পির বোয়ালখালী আহবায়ক আলহাজ্ব এছাক চৌধুরী, উপজেলা নাগরীক কমিটির সভাপতি কাজী আল-আমিন যাবের ছাবেরী,হিন্দুবৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদের উপজেলা সদস্য সচিব সরোজ চৌধুরী, পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির পরিচালনা পর্ষদ সাধারণসম্পাদক অনিলদে,সুহৃদ ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, সিনিয়র সহসভাপতি বিকাশ কান্তি সিকদার, তাপস চক্রবর্ত্তী মিঠু,শিক্ষিকা ডেইজি ভট্টাচার্য্য, সুমন কর সুব্রত দত্ত রাজু,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *