রাজধানীর যাত্রাবাড়ী থানার ৪৯ নম্বর ওয়ার্ড যেন মাদকের আকরা

স্টাফ রিপোর্টার: 

 

রাজধানীর যাত্রাবাড়ী থানার ৪৯  ওয়ার্ডে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিম্ন শ্রেণীর কর্মচারীদের বসবাস । সিটি পল্লী এবং আউটফল যেন মাদকের জন্য বিখ্যাত কি পাওয়া যায় না এখানে হিরোইন,ইয়াবা, মদ,গাজা, প্রত্যেকটা মোড়ে মোড়ে ঘরে বসে জুয়ার আসর, রাজধানী ঢাকার ভিতরে যেন আরেক মাদকের শহর। প্রত্যেকটা চায়ের দোকান,সরু গলি, মোড়ে মোড়ে, চলে মাদকের রমরমা ব্যবসা এগুলো দেখার জন্য যেন কেউ নেই।

সরজমিন পরিদর্শনে দেখা যায় মধ্যবয়স্ক এক নারী অন্য পুরুষের হাতে গুঁজে দিচ্ছেন মাদক, একজনের সাথে কথা হলে তিনি বলেন এগুলো এরকম অহরহ সব দেখতে পাবেন। আরো বিস্তারিত খুঁজে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানা যায় প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাদক এর বাণিজ্য হয় এই এরিয়ায়। মাদকের অবাধ ব্যবহারের কারণে এই ওয়ার্ডের বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে যে যুবসমাজ আজ চরমভাবে হতাশগ্রস্থ এবং তারা জড়িয়ে যাচ্ছে চুরি,ছিনতাই, রাহাজানি, মারামারিতে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং পালিয়ে যাওয়া শেখ হাসিনার দোসর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের লোকজন আগে এই ব্যবসা নিয়ন্ত্রণ করত, এখন তারা ভোর পাল্টে হয়ে গেছেন বিএনপি নেতা,স্থানীয় কিছু বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় চলছে মাদকের রমরমা ব্যবসা।

মাদকের এই ভয়াবহ ছোবলের কারণে স্থানীয় বাসিন্দারা রয়েছেন চরম আতঙ্কে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করলে উনারা বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রতিকারের জন্য আমরাও আমাদের তথ্য দাতার মাধ্যমে তথ্য নিচ্ছি কারা কারা মাদক এবং জুয়ার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দিলে আমরা তৎক্ষণাৎ তাদের গ্রেফতার করবো এবং ডিসি মহোদয়ের ব্যাপারটা অবগত আছেন। যেকোনো সময় আমরা বড় ধরনের অ্যাকশনে যাব মাদকের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *